ভূমিকা:

এটি একটি আকর্ষনীয় সঞ্চয়ী বীমা পরিকল্প । এই পরিকল্পে পাঁচ কিস্তিতে বীমার টাকা পরিশোধ করার ব্যবস্থা থাকায় বীমা গ্রাহক একাধিকবার আর্থিক প্রয়োজন মোটাতে সক্ষম হয়। প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়। বীমার টাকাও আয়কর মুক্ত।


বীমার মেয়াদে প্রাপ্য প্রত্যাশিত সুবিধা:

  • মেয়াদের এক-পঞ্চমাংশ কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের ১০%
  • মেয়াদের দুই-পঞ্চমাংশ কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের ১৫%
  • মেয়াদের তিন-পঞ্চমাংশ কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের ২০%
  • মেয়াদের চার-পঞ্চমাংশ কাল অতিবাহিত হওয়ার পরে বীমাকৃত অংকের ২৫%
  • মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ বীমা অংকের অবশিষ্ট ৩০% প্রদান করা হয়।

এছাড়া মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমা অংক অর্জিত লাভসহ প্রদান করা হয়। এ পরিকল্পের বিশেষ সুবিধা হলো মৃত্যুদাবী পরিশোধের সময় মেয়াদ চলাকালীন পরিশোধিত প্রত্যাশিত সুবিধার টাকা কর্তন করা হয় না।


সহযোগী বীমা: এই পরিকল্পে নামমাত্র বাড়তি প্রিমিয়াম দিয়ে সহযোগী বীমা হিসাবে দূর্ঘটনা জনিত মৃত্যুবীমা (DIAB) অক্ষমতা ও দূর্ঘটনা জনিত মৃত্যুবীমা (PDAB) সুবিধা নেওয়া যায়।

বীমার মেয়াদ: ১০, ১৫, ২০, ২৫ ও ৩০ বছর।

বয়স: এই পরিকল্পে বীমা গ্রাহকের প্রবশকালীন সর্বনিম্ন বয়স হবে ২০ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর। মেয়াদ পুর্তিতে সর্বোচ্চ ৭০ বছর।

সর্বনিম্ন বীমা অংক: ৩০,০০০/-টাকা।

প্রিমিয়াম প্রদান পদ্ধতি: বার্ষিক, ষান্মাসিক ও ত্রৈমাসিক।

প্রিমিয়াম নির্ণয় পদ্ধতিঃ
বার্ষিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়ামের ক্ষেত্রে নিম্নোক্ত প্রিমিয়ামের হার প্রযোজ্য হবে।
ষান্মাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.৫২৫
ত্রৈমাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.২৭৫
মাসিক প্রিমিয়ামঃ বার্ষিক প্রিমিয়াম X ০.০৯২৫

Age Term: 10 yrs Term: 15 yrs Term: 20 yrs Term: 25 yrs Term: 30 yrs
15 118 80.2 61.3 50.2 42.9
16 118 80.2 61.3 50.2 42.9
17 118 80.2 61.3 50.2 42.9
18 118 80.2 61.3 50.2 42.9
19 118 80.2 61.3 50.2 42.9
20 118 80.2 61.3 50.2 42.9
21 118 80.2 61.4 50.2 43
22 118 80.2 61.4 50.3 43.1
23 118 80.2 61.4 50.4 43.3
24 118 80.2 61.5 50.5 43.4
25 118 80.2 61.5 50.6 43.6
26 118.1 80.3 61.6 50.7 43.8
27 118.1 80.3 61.7 50.8 44
28 118.1 80.4 61.8 51 44.2
29 118.1 80.5 61.9 51.2 44.5
30 118.2 80.5 62.1 51.4 44.8
31 118.2 80.6 62.2 51.6 45.1
32 118.3 80.8 62.4 51.9 45.4
33 118.4 80.9 62.6 52.2 45.8
34 118.5 81.1 62.9 52.6 46.3
35 118.6 81.3 63.2 52.9 46.8
36 118.8 81.5 63.5 53.4 47.3
37 118.9 81.8 63.9 53.8 47.9
38 119.2 82.1 64.3 54.4 48.6
39 119.4 82.4 64.7 54.9 49.3
40 119.7 82.8 65.2 55.6 50.1
41 120 83.2 65.8 56.3
42 120.4 83.7 66.4 57
43 120.8 84.3 67.1 57.9
44 121.2 84.8 67.8 58.8
45 121.7 85.5 68.6 59.8
46 122.3 86.2 69.5
47 122.9 87 70.5
48 123.6 87.8 71.6
49 124.3 88.8 72.7
50 125.1 89.8 74
51 126 90.9
52 127 92.1
53 128.2 93.5
54 129.2 94.9
55 130.4 96.5
Not Found